কৃষ্ণচূড়ার আভায় বাতাসে ছড়াচ্ছে মুগ্ধতা

প্রকাশ : ০২ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শওককত আলী, চাঁদপুর

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় কৃষ্ণচুড়ার রক্তিম দৃশ্য ও আভায় বাতাসে ছড়াচ্ছে মুগ্ধতা ও খুশবু। এ জেলার কচুয়ার পথে প্রান্তরে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মুগ্ধতা ও খুশবু ছড়াচ্ছে রক্তিম কৃষ্ণচূড়ার ফুল। তপ্ত গ্রীষ্মে প্রকৃতি যখন প্রখর রোদে পুড়তে শুরু করে, কৃষ্ণচূড়া তখন জানিয়ে দেয় তার আগমন বার্তা। লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুলের আগমনে নয়নাভিরাম সাজে সেজেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গাঢ় লাল আর হলুদ রঙের ফুলে ছেয়ে গেছে কৃষ্ণচূড়ার গাছগুলো।

তবে কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাসের কাছে যেন ফিকে হয়ে যায় অন্য সব ফুলর সৌন্দর্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করলেই বিভিন্ন স্থানে দেখা যায় কৃষ্ণচূড়ার গছে গাছে শুধু রক্তিম দৃশ্য। পালাখাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাবেয়া আক্তার রিম, সৃষ্টি চৌধুরী, হুমায়ারা জান্নাতসহ একাধিক শিক্ষার্থীরা বলে, কৃষ্ণচূড়া গাছ প্রকৃতির সৌন্দর্যের প্রতীক। আমাদের বিদ্যালয়ে সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই গাছগুলো। আমরা প্রতিদিন এই সৌন্দর্য উপভোগ করে থাকি। আর সেই ফুল মন কেড়ে নিচ্ছে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রকৃতিপ্রেমীদের। শস্য-শ্যামলা আর সবুজে ঘেরা বাংলার রূপ, এই রূপকে আরও নতুন করে রূপ দিচ্ছে কৃষ্ণচূড়া।