ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জয়পুরহাটে ধান-চাল সংগ্রহ চলছে পুরোদমে

জয়পুরহাটে ধান-চাল সংগ্রহ চলছে পুরোদমে

জেলা খাদ্য বিভাগ চলতি মৌসুমে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২৩ সফল করতে সাতটি সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ করছে পুরোদমে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান সন্তোষ কান্তি চাকমা জানান, জয়পুরহাট জেলায় চলতি বোরো মৌসুমে ৫ হাজার ৩৮৯ মেট্রিক টন ধান ও ২১ হাজার ৮৮৬ মেট্রিক টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি উপজেলার কৃষকরা কৃষক অ্যাপস ব্যবহার করে খাদ্যগুদামে তাদের ধান সরবরাহ করছেন এবং ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় কৃষি অফিসে থাকা কৃষকদের তালিকা অনুযায়ী লটারির মাধ্যমে ধান সংগ্রহ করা হচ্ছে। ৩০ মে পর্যন্ত বোরো ধান সংগ্রহ করা হয়েছে ৫২৬ দশমিক ৪০ মেট্রিক টন ও চাল সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৬২৫ দশমিক ৩৭০ মেট্রিক টন। এদিকে, জেলার সরকারি সাত খাদ্যগুদামে চাল সরবরাহের জন্য জেলার ১৬১ জন মিল মালিক জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক সন্তোষ কান্তি চাকমা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত