দেশজুড়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। সামান্য প্রশান্তির খোঁজে গাইবান্ধায় মানুষ ছুটছেন ভ্রাম্যমাণ শরবতের দোকানে। শহরের পৌরপার্ক, ডিসি অফিস, কাচারি বাজার, জেলা পরিষদ চত্বর, ট্রাফিক মোড়, ডিবি রোড, রেল স্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ শরবতের দোকান বসেছে।
শরবত বিক্রেতারা জানান, মানুষের তৃষ্ণা মেটাতে চিনি, লেবু, তোকমা, ইসবগুলের ভুসি, শাহিদানা, অ্যালোভেরা ও উলটকমল দিয়ে শরবত তৈরি করা হয়। প্রত্যেক শরবতওয়ালা দিনে প্রায় ১৫০-২০০ গ্লাস শরবত বিক্রি করেন।
গাইবান্ধা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার জিম বলেন, গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে ক্লাসে মনোযোগ দেয়া কষ্টকর হয়ে পড়েছে। তাই কলেজ শেষে পার্কে লেবুর শরবত খেয়ে তৃষ্ণা মেটাচ্ছি।