ক্রেতাশূন্য হয়ে পড়ছে বাবুরহাট

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদী প্রতিনিধি

ডলার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধসহ বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে।

দিন দিন ক্রেতাশূন্য হয়ে পড়ছে বাবুরহাট। ব্যবসায়ীরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে ব্যবসা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। বাবুরহাটে কমবেশি প্রায় পাঁচ হাজার দোকান রয়েছে। ৭৯ বছর ধরে চলা এ হাট প্রথমে ছিল একদিনের।

সপ্তাহে বৃহস্পতি থেকে শনিবার তিনদিন বসে হাট। দেশের নিত্যব্যবহার্য কাপড়ের চাহিদার প্রায় ৭০ শতাংশ পূরণ করছে বাবুরহাট।

মনসিংহের ভালুকা থেকে কাপড় কিনতে আসা আবু জাহিদ সিদ্দিক বলেন, এ হাটে সুলভ মূল্যে সব ধরনের কাপড় পাওয়া যায়। এখান থেকে কাপড় কিনে ভালুকার স্থানীয় বাজারে বিক্রি করি। তবে খুচরা পর্যায়ে বেচাকেনা কম।