কুল চাষে চমক মামা ভাগ্নের

প্রকাশ : ০৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউটিউবে ভিডিও দেখে কুল চাষ করে তাক লাগিয়েছেন মামা-ভাগ্নে। রোপণের ৯ মাসের মাথায় তাদের বাগানের গাছে এখন প্রচুর কুল ধরেছে। আশা করছেন ভালো মুনাফার। গল্পের শুরু ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ইউটিউবে মেহেরপুরের এক তরুণ উদ্যোক্তার কুল বাগান দেখে আগ্রহ জন্মে জামাল উদ্দিনের। প্রথমে বুঝে উঠতে পারছিলেন না কীভাবে শুরু করবেন। এ ফল চাষের জন্য যে জমি প্রয়োজন, তা ছিল না। অদম্য ইচ্ছাশক্তি নিয়ে বেরিয়ে পড়লেন জমির খোঁজে। বিষয়টি নিয়ে জামাল উদ্দিন তার ভাগ্নে ইলিয়াস হোসেনের সঙ্গে কথা বলেন। পরে তাদের কথা শুনে আগ্রহ প্রকাশ করেন জামালের বড় ভাই চরগোরকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নবী হোসেন।

একপর্যায়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী হালুয়াঘাটের বেতকুড়ি গ্রামে ২০২২ সালের ফেরুয়ারি মাসে ১৫ বিঘা জমি লিজ নিয়ে মামা ও ২ ভাগ্নে মিলে শুরু করেন কুল চাষ। এ বিষয়ে প্রকল্পের প্রধান উদ্যোক্তা জামাল উদ্দিন বলেন, পরিকল্পনা মাফিক চেষ্টা ও পরিশ্রমে সফল হওয়া যায় এবং ভাগ্যবদল হয়, সঠিক পরিচর্যার কারণে চারা রোপণের ৯ মাসের মধ্যেই প্রতিটি গাছ এখন কুলে পরিপূর্ণ। আমাদের সবকিছু মিলে প্রায় ১৭ থেকে ১৮ লাখ টাকার মতো খরচ হয়েছে। আমি মনে করি, এ বছরই খরচ উঠে গিয়ে প্রায় ৩ লাখ টাকা লাভ থাকবে। উদ্যোক্তা ইলিয়াস হোসেন বলেন, মামা জামাল আমাকে ইউটিউবে কুল চাষ সম্পর্কে দেখালেন। আমি দেখে অনুপ্রাণিত হলাম।