ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাবনার পল্লী বিদ্যুতের সাবস্টেশন ভাঙনের মুখে

পাবনার পল্লী বিদ্যুতের সাবস্টেশন ভাঙনের মুখে

পাবনার বেড়া উপজেলার আমিনপুরের পুরানভারেঙ্গা এলাকায় যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকির মুখে পড়েছে নদীপাড়ের বাসিন্দারা। সেই সঙ্গে হুমকির মুখে রয়েছে ওই এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের সাবস্টেশন। যেটি যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। পল্লী বিদ্যুতের সাব স্টেশনটি নদীগর্ভে বিলীন হলে অন্ধকার নেমে আসবে ওই অঞ্চলে।

স্থানীয় কৃষক আবদুস সালাম জানায়, নদীর এই চর ভাঙনে তিনি তার বসতভিটাসহ প্রায় ১০ বিঘা জমি হারিয়েছেন।

সব হারিয়ে তিনি নিঃস্ব। পাবনা পল্লী বিদ্যুৎ ২-এর জেনারেল ম্যানেজার মজিবুল হক জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সভাতেও আলাচনা করা হয়েছে। এছাড়াও পাবনা-১ ও পাবনা-২ আসনের সংসদ সদস্যরা ভাঙনরাধে ব্যবস্থা গ্রহণর জন্য পানি উনয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন। কী কারণে পানি উনয়ন বার্ড কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না, এটা আমাদের বাধগম্য নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত