নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পৌরসভাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় করাতকল রয়েছে ৪২টি। বন বিভাগের অনুমোদন ছাড়াই অধিকাংশ করাতকল অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এতে উজাড় হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছ। সরেজমিন দেখা গেছে, ৪২টির মধ্যে মাত্র ৯টি করাতকলের অনুমোদন রয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, দুর্গাপুর পৌরসভা, কুল্লাগড়া, চণ্ডীগড়, বিরিশিরি, বাকলজোড়া, কাকৈরগড়া ও গাঁওকান্দিয়া ইউনিয়নে সব মিলিয়ে করাতকল রয়েছে ৪২টি। এর মধ্যে ৩৩টি করাতকলের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে করাতকল মালিকরা।
প্রশাসনের নজরদারি না থাকায় নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্রভাবে গড়ে উঠেছে এসব করাতকল। ফলে এসব অবৈধ করাতকলে ফলদণ্ডবনজসহ বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। গাছ বেশি হলে রাতেও নিয়ন্ত্রণহীনভাবে চলে এসব কাজ। বেশ কিছু করাতকল রয়েছে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে। সড়কের একাংশ দখল করে করাতকলে চেরাই করতে আনা গাছের গুঁড়ি রাখা হয়েছে।