যশোরের কেশবপুরে কোরবানির বাজার ধরতে প্রস্তুত করা হয়েছে বিশালদেহী ‘রাজাবাবু’। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে এর মালিক ৩০ মণ ওজনের এই ষাঁড়ের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। ষাঁড়টির মালিক যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের ইসহাক আলী মোড়লের ছেলে রফিকুল ইসলাম। তিনি জানান, বংশপরম্পরায় তারা গরু লালনপালন করেন।
প্রায় ৫ বছর আগে যশোরের সাতমাইল পশুরহাট থেকে তিনি এক বছর বয়সি একটি বাছুর ১ লাখ ৩০ হাজার টাকায় কেনেন। এর পর গত পাঁচ বছর ধরে তিনি এটিকে লালনপালন করছেন। নাম দিয়েছেন ‘রাজাবাবু’। তার খামারে ছোট-বড় মিলিয়ে ছয়টি গরু রয়েছে। রফিকুল জানান, প্রতিদিন এর খাদ্য তালিকায় থাকে খড়-বিচুলি, ঘাস, ভুসি, চালের কুড়া, খৈল, ভুট্টা, ছোলা, খেসারির গুঁড়া এবং লবণ।