ঢাকা ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাটির রাস্তা পেয়ে খুশি দুর্গাপুরের ৪ গ্রামের মানুষ

মাটির রাস্তা পেয়ে খুশি দুর্গাপুরের ৪ গ্রামের মানুষ

শুকনো মৌসুমে ধান ক্ষেত ও বর্ষা মৌসুমে ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটু সমান কাদা মাড়িয়ে চলাচল করতে হতো দুর্গাপুর উপজেলার ৪ গ্রামের প্রায় ৩ হাজার মানুষকে। অবশেষে এই ভোগান্তির অবসান হয়েছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলের ৪ গ্রামের মানুষের ভোগান্তি ছিল দীর্ঘদিনের। এই ভোগান্তি লাঘবে মানুষের চলাচলের জন্য তৈরি করা হয়েছে প্রায় ৫ কিলোমিটার মাটির রাস্তা।

জানা গেছে, ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ডাহাপাড়া, বাদামবাড়ি, ভবানীপুর ও নলুয়াপাড়া এই ৪ গ্রামে প্রায় ৩ হাজার লোকের বসবাস থাকলেও তাদের জন্য যাতায়াতের কোনো সুব্যবস্থা ছিল না। ওই গ্রামের পরিবারগুলোর যাতায়াত করতে হতো ক্ষেতের আইল দিয়ে অথবা পাহাড়ি উঁচু-নিচু টিলার ওপর দিয়ে।

অবশেষে কষ্ট লাঘবে ইউনিয়ন পরিষদের অধীনে চায়না মোড় এলাকার ১ নম্বর টিলা থেকে ডাহাপাড়া মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তাটির নামকরণ করা হয়েছে অধিগুনা বীর মুক্তিযোদ্ধা সড়ক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত