৫০ মণ আম! এক গাছেই

প্রকাশ : ০৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত বছর গাছ থেকে ৪০ মণ আম পেয়েছিলেন গাছটির মালিক। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিশালাকৃতির সেই গাছে এবার প্রায় ৫০ মণ সূর্যপুরী আম ধরেছে। এবার আরও ১০ মণ আম বেশি পাবেন বলে তিনি ধারণা করছেন। প্রায় দুই বিঘা জমি নিয়ে অবস্থিত বিশাল এই আম গাছটির অবস্থান জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী সীমান্তের মণ্ডুমালা গ্রামে। গাছটি এক জায়গা থেকে দাঁড়িয়ে দেখা অসম্ভব। এই গাছটি দেখতে প্রতিনিয়তই বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকরা ভিড় করছেন। গাছটির উচ্চতা আনুমানিক ৮০ থেকে ৯০ ফুট, এর পরিধি প্রায় ৩৫ ফুট। মূল গাছের তিন দিকে অক্টোপাসের মতো মাটি আঁকড়ে ধরেছে ১৯টি মোটা ডালপালা। বয়সের ভারে গাছের ডাল নুয়ে পড়লেও গাছটির শীর্ষভাগে সবুজের সমারোহ। এখন সবুজ আমে টইটম্বুর এই গাছটি। আমগুলোর ওজনও হয় প্রতিটি ২৫০ গ্রাম থেকে ২৭০ গ্রাম। প্রকৃতির আপন খেয়ালে ইতিহাস হয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরগাঁয়ের এই আমগাছটি। গাছটির বয়স কত তা ঠিক করে বলতে পাড়ছেন না কেউ। তবে এলাকার বেশিরভাগ মানুষ একমত যে, গাছটির বয়স ২০০ বছরের কম নয়।