ঢাকা ২৬ অক্টোবর ২০২৪, ১১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রী আহত

ভূরুঙ্গামারীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রী আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৃষ্টি দেখে গাছের শুকনা ডাল ঘরে তুলতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত ওই কৃষকের নাম দেলোয়ার হোসেন জুয়েল (৩৮)। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আইকুমারি ভাতি গ্রামের ঘন আমবাড়ি এলাকার জাবেদ আলী মণ্ডলের পুত্র। বজ্রপাতে সঙ্গে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বৃষ্টি দেখে গাছের শুকনো ডাল (রান্নার খড়ি) বাড়ির পাশের জমি থেকে স্বামী-স্ত্রী মিলে আনতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। তার স্ত্রীর পায়ের কিছু অংশ ঝলসে গিয়ে মারাত্মক আহত হন। এদিকে সন্তানের মৃত্যুর খবর পেয়ে তার পিতা জাবেদ আলী স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দু’জনের ওপরেই বজ্রপাতের ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত