ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

বাজার ধরতে ব্যস্ত ঝিনাইদহের খামারিরা

কোরবানির বাজার ধরতে পশু পরিচর্যায় এখন থেকেই ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহ জেলার খামারিরা। চাহিদার চেয়ে প্রায় ৬০ হাজার বেশি কোরবানির পশু প্রস্তুত করছেন এ জেলার খামারিরা। গরু মোটাতাজাকরণে এখন ব্যস্ত তারা। গো-খাদ্যের দামের ঊর্ধ্বগতিতে এবার খরচও বেশি। তাই সীমান্তবর্তী এই জেলায় ভারতীয় গরুর আমদানি ঠেকানো না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার খামারি জিনারুল ইসলাম তরুন জানান, গত ৩ বছর ধরে লালন-পালন করছেন ব্রাহামা জাতের দুটি গরু। একেকটি গরুর ওজন ২৫ থেকে ২৭ মণ হবে। যার দাম হাঁকা হচ্ছে ২০ লাখ টাকা করে। এরই মধ্যে একেকটি গরুর মূল্য উঠেছে ১৪ থেকে ১৫ লাখ টাকা। আর কিছুদিন পরেই ঈদুল আজহা, তাই একটু বেশিই যত্ন চলছে রাজা ও বাদশা নামের গরু দুটির। খামারিরা জানায়, এ বছর পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে কয়েক গুণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত