ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাছ চাষের পুকুরে বিদ্যুৎ উৎপাদন

মাছ চাষের পুকুরে বিদ্যুৎ উৎপাদন

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি প্রায়ই সামনে আসে। চাঁপাইনবাবগঞ্জের একটি মৎস্য খামারের পুকুরে সোলার প্যানেল বসিয়ে মাছ চাষের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন করছেন উদ্যোক্তারা। তাদের ব্যবহারের পর সেই বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। একটি জেলা শহরে উদ্যোক্তা পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের এমন উদ্যোগ দেখাচ্ছে আশার আলো। চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় নবাব অটো রাইস মিলের মধ্যে থাকা মৎস্য খামারের দুটি পুকুরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদনে পুকুরের পানির ওপর প্লাস্টিকের ভাসমান কনটেইনারে বিশেষ কায়দায় বসানো হয়েছে প্রায় ১ হাজার ৫০০টি সোলার বিদ্যুৎ প্যানেল। পুকুরে ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদনের এ প্রকল্প দেশে প্রথমবারের মতো করা হয়েছে বলে দাবি এর উদ্যোক্তাদের।

ভাসমান এ সৌর বিদ্যুৎ প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান জুলস পাওয়ার লিমিটেডের প্রকৌশলী মিজানুর রহমান জানান, চলতি মাসের শুরুতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে এ প্রকল্প থেকে। দুই দশমিক তিন মেগাওয়াট ক্ষমতার প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে এক দশমিক আট মেগাওয়াট। এ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে নবাব অটো রাইস মিলসহ নবাব গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে। ব্যবহারের পর বিদ্যুৎ অবশিষ্ট থাকলে তা চলে যাচ্ছে জাতীয় গ্রিডে। মাস শেষে নেট মিটারিংয়ের মাধ্যমে নেসকো এর বিল পরিশোধ করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত