গোলাপি-সাদা মহিষে নজর আটকে যায়

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আসছে কোরবানি ঈদকে ঘিরে প্রস্তুত করা নানা রঙের নানা জাতের সুন্দর-সুঠামণ্ডদৃষ্টিনন্দন গবাদি পশুগুলোকে রাখা হয়েছে সুউচ্চ শেডের নিচে। নানা ভঙ্গিতে শুয়ে বসে আরাম করছে পশুগুলো। একদিকে চলছে এগুলো গোসলের ব্যস্ত কর্মযজ্ঞ, অন্যদিকে চলছে খাবার জোগান। শ্রমিকরাও কাটাচ্ছে ব্যস্ত সময়। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শৌখিন মানুষ কোরবানির পশু পছন্দের জন্য খামারে খামারে ছুটছেন। সমাজমাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে খোঁজ নিয়েই কোরবানির পশু পছন্দে তৎপর তারা। তবে সব কর্মযজ্ঞ আর ব্যস্ততা ছাপিয়ে সবার নজর কাড়ছে খামারের সাদা আর গোলাপি মহিষ। বিত্তশালী আর শৌখিন মানুষেরা সেদিকে ছুটছেন। তারা পছন্দ করছেন বিচিত্র সাদা আর গোলাপি মহিষ। গাজীপুরের শ্রীপুরে একটি খামারে এমনি চিত্র চোখে পড়েছে। ওই খামারে অন্তত ৩০টি মহিষ রয়েছে এমন বিচিত্র রঙের। তার মধ্যে ২৫টি সাদা রঙের অপর ৫টি হালকা গোলাপি রঙের। এরই মধ্যে বেশ ক’টা বিক্রি হয়ে গেছে বলেও খামার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।