ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাথরঘাটায় ২৬ মণ সামুদ্রিক মাছসহ ট্রলার জব্দ

পাথরঘাটায় ২৬ মণ সামুদ্রিক মাছসহ ট্রলার জব্দ

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ২৬ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। এসময় একটি মাছ ধরা ট্রলারসহ ৪ জেলেকে আটক করা হয়। আটকরা হলেন- তালতলী উপজেলার সোনাকাটা এলাকার বাসিন্দা মো. কবির ও নুরুল হক, পিরোজপুর জেলার পাড়েরহাট ইন্দুরকানি এলাকার বাসিন্দা মো. নজরুল এবং পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ছগির হোসেন। গত সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার পাথরঘাটা খালসংলগ্ন বিএফডিসি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন দক্ষিণ জোনের সদস্যরা। কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভয়াশ্রম রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন বিসিজি স্টেশন পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। এসময় পাথরঘাটা খাল সংলগ্ন বিএফডিসি ঘাট এলাকায় সন্দেহভাজন এফ বি তারেক-২ নামের একটি মাছ ধরা ট্রলারে তল্লাশি করা হয়। পরে ট্রলারটি থেকে এক হাজার ৪০ কেজি সামুদ্রিক মাছ (রূপচাঁদা, ডুমুরা, চাপিলা ও পোয়া) জব্দ করা হয়। একই সঙ্গে জড়িত চার জেলেকে আটক করা হয়। এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার এম মাহবুবুর রহমান বলেন, পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা ট্রলার মালিক মো. ছগির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দ করা মাছের একাংশ নিলামের মাধ্যমে ৬৭ হাজার ৬০০ টাকায় বিক্রয় করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত