পায়রা নদীতে মিলল সাড়ে ১৬ কেজির কোরাল

প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীর পায়রা (বুড়িশ্বর) নদীর অংশে জেলেদের জালে মিলেছে ১৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ।

গতকাল ভোরে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় জেলে হাসেম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। তালতলী বেসরকারি চাকরিজীবী মোস্তাফিজ বলেন, পায়রা, বিষখালী ও খাকদোন নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪-৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে। তালতলী মাছ বাজারের পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, পায়রা (বুড়িশ্বর) নদীর তেঁতুলবাড়িয়া এলাকার জেলে হাসেম মোল্লার ইলিশ মাছের জালে সাড়ে ১৬ কেজির ওজনের বড় কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী মাছ বাজারে কোরালটি আনা হলে পাইকারি দরে ১৫ হাজার ৬৭৫ টাকায় কিনে নিই। তবে জেলে হাসেমের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে।