ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

পশুখাদ্যের দাম বাড়ায় শঙ্কায় পশু খামারিরা

পশুখাদ্যের দাম বাড়ায় শঙ্কায় পশু খামারিরা

বর্তমান সময়ে নানা কারনে পশু পালন কষ্টসাধ্য হয়ে উঠেছে। এর মধ্যে খাবারের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে খামারিদের। এ ছাড়া তীব্র গরমে পালন করা পশুর মৃত্যুর ঝুঁকিও তৈরি হচ্ছে। এ অবস্থায় ভারতীয় গরু দেশের বাজারে যেন ঢুকতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি আশা করছে খামারিরা। জেলার খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুপ্রতি প্রতিদিন দেড় হাজার টাকারও বেশি খরচ হচ্ছে তাদের। ঈদ বাজারের অপেক্ষায় আছেন তারা। ঈদে কোরবানির পশু পরিবহনে শৃঙ্খলা ফেরানোর দাবিও করেছেন তারা। জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ২ লাখ ৪ হাজার ৯২৮টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে প্রায় ৬০ হাজার পশু বাইরে পাঠানো হবে। এদিকে জেলার খামারগুলোতে দেখা গেছে, ঈদের বাজার ধরতে গরুসহ অন্যান্য পশুর যত্নে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদের এখনো ১৫ দিন বাকি। শেষ সময়ে মোটাতাজাকরণের দিকেই নজর দিচ্ছেন তারা। আগামী সপ্তাহে জেলায় পশুর বাজার জমে উঠতে পারে। ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার খামারি জিনারুল ইসলাম। তিনি মাংস উৎপাদনকারী ব্রাহামা জাতের ‘রাজা’ ও ‘বাদশা’ নামের দুটি গরু তিন বছর ধরে পালন করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত