ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিংহরাজের দাম ২৫ লাখ

সিংহরাজের দাম ২৫ লাখ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজবাড়ীর ৪০ মণের ফ্রিজিয়ান জাতের একটি কালো ষাঁড়। সিংহের আকৃতির মতো সামনের অংশ চওড়া ও পেছনের অংশ একটু চাপা হওয়ায় তার মালিক ভালোবেসে নাম দিয়েছেন ‘রাজবাড়ীর সিংহরাজ’। চার বছর বয়সি এ ষাঁড়টি লম্বায় ১০ ও উচ্চতায় প্রায় ৬ ফুট। বিশাল আকৃতির এ ষাঁড়টির মালিক সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগার গ্রামের সুচিন্ত কুমার সেন। সিংহরাজের দাম হাঁকা হয়েছে ২৫ লাখ টাকা। সিংহরাজের মালিক সুচিন্তর মা ভগিরথী সেন বলেন, ৪ বছর আগে কুষ্টিয়া থেকে ৭৫ হাজার টাকা দিয়ে এ ষাঁড়টি এনে লালন-পালন শুরু করেন। এটি এখন অনেক বড় হয়েছে। তার ছেলে সুচিন্ত এর নাম দিয়েছে সিংহরাজ। গরুটির গোসল, খাওয়ানোসহ সব কিছু তার ছেলে করে। দিনে দুই থেকে তিনবার গোসল করাতে হয়। আর এখন দিনে প্রায় ৮০০ টাকার খাবার খায়। কোনো ধরনের ওষুধ ছাড়াই প্রাকৃতিক খাবার খাইয়ে তারা গরুটি এত বড় করেছেন। বর্তমানে গরুটি ওজন প্রায় ৩৫-৪০ মণ হবে। তিনি আরও বলেন, গরুটির পেছনে অনেক টাকা খরচ হচ্ছে। ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি করবেন। তবে কেউ যদি দাম নিয়ে কথা বলতে চায়, তাহলে বলতে পারবে। দাম একটু কম হলেও বাড়ির ওপর থেকে বিক্রি করতে পারলে তাদের জন্য ভালো হয়। কারণ এত বড় গরু হাটে আনা-নেওয়া খুব কষ্টকর। রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ বলেন, এবার চাহিদা বিবেচনায় খামারিদের বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি সাইজের গরু তৈরিতে উৎসাহিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত