ঢাকা ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চায়না জালে আটকা ৩ গোখরা

চায়না জালে আটকা ৩ গোখরা

তিনটি বিশাল গোখরা সাপ একসঙ্গে আটকা পড়েছে জাদুকারী চায়না জালে। ফাঁসফোঁস করেও রক্ষা পায়নি এগুলো। পরে পরিবেশ কর্মীরা গিয়ে সাপগুলো রক্ষা করেছেন। গত বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের পাকিশা গ্রামে সাপগুলো আটকা পড়ে। ৩টি বিশাল গোখরা সাপ আটকা পড়ার খবরে উৎসুক মানুষ ভিড় করে। চায়না জাল নিষিদ্ধ। প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সময় অভিযান চালিয়ে জাল জব্ধ করে পুড়িয়ে দিয়েছেন। এই জাল থেকে অতি ক্ষুদ্র মাছও রক্ষা পায় না। মাছের প্রজনন ধ্বংস হয়। চলনিবল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, জাদুকরি চায়না জালের মাছ খেতে গিয়ে আটকা পড়ে গোখরা সাপ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত