আম-কাঁঠালে জমেছে সিলেটের ফলের হাট

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সিলেটের মৌলভীবাজারে জমে উঠেছে ফলের হাট। ফলের গন্ধে মণ্ডম করছে কোর্ট মার্কেট। মৌলভীবাজার শহর ও শহরতলির লোকজন এখান থেকে ফল কিনে সিলেটের প্রথা অনুযায়ী মেয়ের বাড়ি ‘আম-কাঁঠালের’ উপঢৌকন পাঠিয়ে থাকেন। প্রায় অর্ধ শতাব্দী ধরে রাস্তার পাশে বসে এ ফলের হাট। শহরের কোর্ট এলাকায় প্রতিদিন এই হাটে আম, কাঁঠাল ও আনারসসহ নানা জাতের রসালো ফল বিক্রি হয়।

ফল ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রায় লাখ টাকার বেচকেনা হয় এই বাজারে। জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ি এলাকা থেকে পাইকাররা কাঁঠাল ও আনারস এখানে সরবরাহ করেন। ব্যবসায়ী ইয়াওর মিয়া কাঁঠালের স্তূপ নিয়ে বসে আছেন।

কথা হলে তিনি জানান, আজ ১৫ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছেন। আশা করছেন, রাত পর্যন্ত আরও ১০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করবেন। প্রতি মৌসুমে তিনি কাঁঠাল বিক্রি করে অনেক লাভ করেন।

কোট মার্কেটের আনারস ব্যবসায়ী ফজলু খান বলেন, খুচরা প্রতি হালি আনারস ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করি। কোনো ক্রেতা একসঙ্গে ২০০ পিস কিনলে ৪ হাজার টাকায় বিক্রি করি। তিনি বলেন, আমি পেশায় গাড়িচালক কিন্তু ফলের মৌসুমে বেশি লাভের আশায় ফল বিক্রি করি।

জৈষ্ঠ্য-আষাঢ় দুই মাস ফল বিক্রি করে বাড়তি আয় করি। যা দিয়ে সংসারের অন্যান্য খরচপাতি চলে।