সন্ন্যাসতলীতে ঘুড়ির মেলা

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রতিবছরের মতো এবারও হয়ে গেল জয়পুরহাটের সন্ন্যাসতলীতে দুই দিনব্যাপী মেলা। এই মেলার মূল আকর্ষণ ঘুড়ি। এখানে অন্য জেলা থেকেও লোকজন ঘুড়ি ওড়াতে আসেন। মেলার সঠিক ইতিহাস কেউ বলতে না পারলেও সন্ন্যাসী পূজাকে ঘিরে ২০০ বছরের বেশি সময় আগে থেকে এ মেলার উৎপত্তি বলে জানা গেছে। প্রতিবছর বাংলা জ্যৈষ্ঠ মাসের শেষ শুক্র ও শনিবার এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জয়পুরহাট জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর-জিয়াপুর গ্রামের তুলসীগঙ্গা নদীর তীরবর্তী সন্ন্যাসতলায় মন্দিরের পাশে এই মেলা বসে।

মেলা ঘিরে প্রতিবছর এলাকার অর্ধশত গ্রামে বাড়ি বাড়ি জামাই-মেয়েসহ আত্মীয়স্বজনের আগমন ঘটে। নানা বয়সি হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মেলা প্রাঙ্গণ উৎসবের আমেজে ভরে ওঠে। একদিন আগে থেকেই বিশাল এ মেলাকে কেন্দ্র করে দোকানিরা তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেন। এবার বসেছে হরেকরকম ঘুড়ি, বিভিন্ন মৌসুমি ফলমূল, মিষ্টির পসরা। এ ছাড়া বাঁশের তৈরি রঙিন নানা তৈজসপত্র এসেছে মেলায়।