পদ্মার এক বোয়ালের দাম ২৫ হাজার

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ। পরে সেটি ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। গত সোমবার সকাল ১০টার দিকে পদ্মা নদীর ঢালার চর এলাকার জেলে মংলা হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে মংলা হালদার বলেন, পদ্মা নদীর ঢালার চর এলাকায় সকালে জাল ফেলি। জাল উঠানোর সময় দেখি বড় একটি বোয়াল মাছ জালে আটকা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে প্রতি কেজি ১ হাজার ৬৫০ টাকা দরে মোট ২৪ হাজার ৩৪০ টাকায় বিক্রি করি। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বোয়াল মাছটি কিনে পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৫ হাজার ৭৫ টাকায় বিক্রি করেছি।