ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পানি বাড়ছে পদ্মায়

দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে
পানি বাড়ছে পদ্মায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে হঠাৎ পানি বৃদ্ধির কারণে ফেরিঘাটের পন্টুনের অ্যাপ্রোচ সড়ক ডুবে গেছে। এতে ঈদ মৌসুমে গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমান দৌলতদিয়ায় চারটির মধ্যে দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

গত সোমবার সন্ধ্যা ৬টায় দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ৩ নম্বর ঘাটের র‌্যামের মাথা কয়েক ফুট পানির নিচে চলে যায়। ঘাটে কোনো ফেরি ভিড়ছে না। সড়ক ও জনপথ ফেরিঘাটের সংযোগ সড়কের সংস্কার কাজ করছে। রেকারের সাহায্যে র‌্যাম টেনে উপরে তোলা হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকা ৬ নম্বর ইউটিলিটি ফেরিঘাট গত সোমবার সকালে চালু হলেও সড়ক থেকে পন্টুন নিচু হওয়ায় ফেরিতে ঝুঁকি নিয়ে গাড়ি ওঠানামা করছে।

পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে প্রায় দেড় কিলোমিটার লম্বা দুই লাইনে ঢাকাগামী পশুবাহী গাড়িসহ বিভিন্ন গাড়ি ফেরির নাগাল পাওয়ার অপেক্ষায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর দৌলতদিয়া পয়েন্ট ৭২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ পানি বৃদ্ধিতে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরি ঘাট বন্ধ রয়েছে। চালু থাকা ৬ ও ৭ নম্বর ঘাটও যেকোনো মুহূর্তে বন্ধের আশঙ্কা রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, আকস্মিক পানি বৃদ্ধির কারণে র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় গত সোমবার দুপুর ১২টা থেকে ৪ নম্বর ঘাট বন্ধ হয়। এর আগে পানিতে র‌্যামের তলিয়ে যাওয়ায় এবং সড়ক সংস্কারের কারণে গত শনিবার থেকে ৩ নম্বর ঘাট বন্ধ আছে। গত সোমবার সকালে ৬ নম্বর ঘাটটি বিআইডব্লিউটিএ চালু করলেও ইউটিলিটি (ছোট) ফেরির পন্টুন হওয়ায় বড় ফেরি ভিড়তে পারছে না। রো রো (বড়) ফেরির একমাত্র ৭ নম্বর ঘাট চালু থাকলেও র‌্যামের মাথা পানির নিচে তলিয়ে গেছে। যেকোনো মুহূর্তে এটিও বন্ধের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, হঠাৎ পানি বাড়ায় সবকটি ঘাটের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। রেকারের সাহায্যে র‌্যাম লো-ওয়াটার থেকে মিড-ওয়াটার লেভেলে স্থানান্তর শেষে সন্ধ্যা নাগাদ ৪ নম্বর ঘাট চালু হবে বলে আশা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত