ঢাকা ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ফরিদপুরে ২০০ টাকা কেজি কাঁচামরিচ

ফরিদপুরে ২০০ টাকা কেজি কাঁচামরিচ

ফরিদপুরে দফায় দফায় বাড়ছে কাঁচামরিচের দাম। জেলার বিভিন্ন হাটবাজার, আড়তে কয়েকদিন আগেও খুচরা ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচামরিচ। এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। গত মঙ্গলবার ফরিদপুরের বিভিন্ন হাটবাজার ঘুরে এ তথ্য জানা গেছে। মরিচের জন্য বিখ্যাত জেলার মধুখালী সদরের মরিচ হাটে মঙ্গলবার দুপুরে প্রতিমণ কাঁচামরিচ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। দু’দিন আগেও যা ছিল ৪ হাজার ৭০০ থেকে ৫ হাজার ২০০ টাকা।

পাইকারি বাজারেও বেড়েছে মরিচের দাম। মধুখালী উপজেলার মেকচামী ইউনিয়নের ফয়সাল হোসেন বলেন, সকালে আড়তে নিয়ে আড়াই মণ কাঁচামরিচ বিক্রি করেছি ৬ হাজার ২০০ টাকা দরে। বোয়ালমারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। একই উপজেলার ছোলনা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, গত সপ্তাহে ১৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনলেও আজ কিনেছি ২০০ টাকা করে। মধুখালী মরিচ বাজারের আড়তদার আলম বলেন, কয়েকদিন ধরেই দফায় দফায় কাঁচামরিচের দাম বাড়ছে। খুচরা বাজারে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিয়াউল হক বলেন, ফরিদপুরে এবার তিন হাজার ১২৫ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে বেশি চাষ হয়েছে মধুখালী উপজেলায়। তবে দাম ক্রেতাদের কাছে বাড়তি মনে হচ্ছে। বর্ষা মৌসুমে দাম একটু বেশি হলেও কৃষক তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত