জয়পুরহাটের রুকিন্দিপুরে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে রুকিন্দিপুর আমেজ উদ্দিন মণ্ডলপাড়ার আমিনুর রহমান ছোয়াতের পুকুরে ঘটনাটি ঘটেছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। পুকুরের মালিক ছোয়াত বলেন, সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়।
প্রতিবেশীরা শত্রুতামূলক পুকুরে বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মরে ভেসে ওঠেছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে ওই পুকুরে রুই, কাতলা মৃগেলসহ দেশি পোনা মাছ মজুত করেছিলেন। পুকুরে প্রায় লাখ টাকার মাছ মজুত ছিল, যা বর্ষা এলে বড় পুকুরে ছাড়া হতো। মাছ নিধনের বিষয়ে প্রতিবেশী মোজাফ্ফর হোসেন, মোস্তাকসহ কয়েকজনের নামে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।