ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

লালমনিরহাটে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফল উৎসব

লালমনিরহাটে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ফল উৎসব

অনাড়ম্বর আয়োজনে দেশীয় ফলের সমারোহে লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ‘ফ্রুট ফেস্টিভ্যাল ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে মহাসাড়ম্বরে নানান জাতের ফল দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা হয়। প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের যৌথ প্রচেষ্টায় মিলনমেলায় পরিণত হয় স্কুল প্রাঙ্গণ।

সকালে ফল উৎসবের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মহিদুর রহমান। প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন প্রকার দেশিয় ফল সম্পর্কে সম্যক ধারণা লাভ করার লক্ষ্য নিয়েই এই আয়োজন। বিশেষত ফলগুলোর বাংলা, ইংরেজি ও বৈজ্ঞানিক নাম, পুষ্টিগুণ এবং ভেষজ গুণাবলি সম্পর্কে অবগত হওয়ার অমীয় সুযোগ তৈরি হয়। রঙ-বেরঙের ২৭টি স্টলের মাধ্যমে ৫০ প্রজাতিরও অধিক আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ, কলা, পেয়ারা, পেঁপে-এর পাশাপাশি বহেরা, আমলকি, হরিতকী, ছফেদা, জামরুল, নাগেশ্বর, ডেউকি, ডেউয়া, গাব, তাল ইত্যাদি দেশীয় ফল সাজিয়ে তোলা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত