নৌপথ বন্ধ কচুরিপানায় বিপদে গরু ব্যবসায়ীরা

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ব্রিজের নিচ দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীর দু’পার ঘেঁষে প্রায় আধা কিলোমিটার বিস্তৃতি কচুরিপানার ঝাঁক। সে কারণে ৫ দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিদিন কোরবানির গরু বোঝাই ঢাকাগামী শতাধিক ট্রলার চলাচল বন্ধ রয়েছে। ৫ থেকে ৬ ঘণ্টার নৌপথ ঘুরে পদ্মা নদী দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এসব ট্রলার। তবে এ ব্যাপারে জেলা প্রশাসন জানিয়েছেন অতি দ্রুত কচুরিপানা সরিয়ে নৌযান চলাচল সাভাবিক করা হবে। গত শুক্রবার সকালের দিকে এই প্রতিবেদক সরেজমিনে জামসা ব্রিজের নিচে গিয়ে দেখতে পান, নদীর ৪০ ফুট পানির উপরে ব্রিজের খুঁটিতে বেঁধে প্রায় আধা কিলোমিটার বিস্তৃত বিশাল পানার ঝাঁক। সেই পানার ওপর দিয়ে মানুষ যাচ্ছেন এপার থেকে ওপার। ছেলেরা খেলছেন ফুটবল, চালাছেন মোটরসাইকেল, ছোট বড় সব বয়সি মানুষ নদীর পানির ওপর দিয়ে হাঁটার আনন্দ উপভোগ করতে নিজ এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে আসছেন। এরই মধ্যে এ কচুরিপানার উপর দিয়ে ফুটবল খেলা, মোটরসাইকেল, বাইসাইকেল চালানোর ভিডিও নেট দুনিয়া ভাইরাল হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অন্যদিকে দেখা গেছে কচুরিপানা সরানোর জন্য কাজ করছেন শ্রমিকরা।

সোহেল উদ্দিন বলেন, আমি দুইটি ট্রলারে বাঁশ জাগ নিয়ে মুন্সিগঞ্জ দিকে যাচ্ছিলাম। সে জন্য এই নদীপথ দিয়ে আসছি। কচুরিপানার ঝাঁকের কারণে আটকে পড়েছি। সে জন্য ৫ দিন ধরে ১০ জন মানুষ নিয়ে কচুরিপানা সরানোর কাজ করছি। এখনও বের হতে পারিনি।