নিখোঁজের ২৩ বছর পর ফিরলেন ফজিলা খাতুন
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঝিনাইদহের মেয়ে মানসিক রোগী ফজিলা খাতুন নেসা। ২৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন। পরে ভারতের আগরতলায় তাকে আটক করে সেখানকার পুলিশ। আটকের পর তাকে মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর সুস্থ হতে বেশ লম্বা সময় চলে যায়। কিছুটা সুস্থ হলে নিজের নামণ্ডপরিচয় বলতে পারেন ফজিলা খাতুন নেসা। অবশেষে ২৩ বছর পর দেশে ফিরেছেন তিনি। গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। ফজিলা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকার খাইবার আলীর মেয়ে।