ঢাকা ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

দৌলতদিয়ায় নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী ট্রাক

দৌলতদিয়ায় নির্বিঘ্নে পার হচ্ছে পশুবাহী ট্রাক

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শেষ মুহূর্তে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাটে গরু নিয়ে ছুটছেন ব্যবসায়ায়ী ও খামারিরা। এসব পশুবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দৌলতদিয়া ঘাটে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ। ঘাটে কোনো পশুবাহী ট্রাকে চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এতে সন্তুষ্ট ট্রাকচালক ও গরু ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত টাকা ছাড়া ফেরির টিকিট কাটতে পেরে সন্তুষ্ট ট্রাকচালক ও গরু ব্যবসায়ীরা। তারা ফেরি ঘাটে এসে নিরাপদে যানজট ছাড়াই দ্রুত ফেরিতে উঠতে পেরে খুশি। একাধিক ট্রাক চালকরা বলেন, ঘাটে দালাল ছাড়াই নিজেরা সরকারি নির্ধারিত মূল্যে ফেরি পারাপারের টিকিট কাটছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত