রাঙামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শহরের ট্রাক টার্মিনালের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড় বেড়েছে। হাট ঘুরে দেখা যায়, বিভিন্ন উপজেলা থেকে এ হাটে গরু ও ছাগল নিয়ে আসছেন খামারিরা। ক্রয়-বিক্রয় শেষে ট্রাকে করে ঢাকা ও চট্টগ্রামে নিয়ে যান। বরকল থেকে গরু নিয়ে বাজারে আসা নুরু মিয়া বলেন, সাতটি গরু নিয়ে হাটে এসেছি।
ক্রেতারা আসছেন, তবে এখন পর্যন্ত একটিও বিক্রি করতে পারিনি। ফরিদ হোসেন নামের একজন জানান, দুটি গরু নিয়ে বাজারে এসেছিলাম। একটি গরু ৮০ হাজার টাকায় বিক্রি করেছি। অন্যটিও সেরকম দাম পেলে বিক্রি করব। গরু ব্যাপারী ইলিয়াস মোল্লা বলেন, ১৩টি গরু ক্রয় করেছি। আরও কয়েকটা নিয়ে ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাব। সেখানে গরুর দাম ভালো পাওয়া যায়।
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, হাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে, সেখানে জাল নোট পরীক্ষার মেশিন বসানো হয়েছে।