ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বর্ষায় ছত্রাকমুক্ত থাকবেন যেভাবে

বর্ষায় ছত্রাকমুক্ত থাকবেন যেভাবে

বর্ষা অনেকেরই পছন্দের মৌসুম। তবে এসময়টা কারো কারো জন্য সুখকরও নয়। কারণ বর্ষা ডেকে আনে নানা অসুখ, সর্দি-কাশি। তার ওপর বর্ষায় ভিজে ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় কিছু ছত্রাকঘটিত রোগের চোখরাঙানি তো আছেই। বর্ষার মৌসুমে ছোট থেকে বড়— সবারই ছত্রাকঘটিত রোগের জ্বালায় কমবেশি ভুগতে হয়।

কীভাবে রেহাই পাবেন এই রোগের প্রকোপ থেকে?

চিকিৎসকরা বলছেন, বর্ষার মৌসুমে অন্যতম সমস্যা জামাকাপড় ভিজে যাওয়া। সেই ভিজে জামা পড়েই অফিস, স্কুল-কলেজে দীর্ঘসময় কাটাতে হয়। এ কারণেই কিন্তু শরীরে ছত্রাকঘটিত রোগ হানা দেয়। ব্যাগে শুকনো জামা রাখুন। গন্তব্যে গিয়ে তা বদলে ফেলতে পারলে খুবই ভালো হয়। এক সেট অতিরিক্ত মোজাও রাখুন ব্যাগে। এছাড়া বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরেই গরম পানি-সাবান দিয়ে গোসল করুন। মাথায় বৃষ্টির পানি বসে গেলে ঠান্ডা লাগার আশঙ্কা তো আছেই, সঙ্গে বৃষ্টির পানি থেকে মাথার ত্বকেও ছত্রাকের সংক্রমণ ঘটতে পারে। অন্তর্বাস থেকেও রোগ ছড়ায় এই মৌসুমে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত