ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভাবছেন হজমের সমস্যা আসলে হৃদরোগ নয় তো?

ভাবছেন হজমের সমস্যা আসলে হৃদরোগ নয় তো?

অনেকেই আছেন দীর্ঘদিন হজমের সমস্যার ওষুধ খেয়ে যাচ্ছেন, ভাবছেন সমস্যা হচ্ছে হজমে। কেউ কেউ আবার হৃদরোগের সমস্যাকেও অ্যাসিডিটি বলে ভাবছেন। এসবের পরিণতি হচ্ছে মারাত্মক। ভারতীয় চিকিৎসক অপূর্বকুমার মুখোপাধ্যায় হজমের গ-গোলের নানা দিক তুলে ধরেছেন। খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম না হওয়া এবং মানসিক চাপকেও তিনি অ্যাসিডিটির অন্যতম কারণ বলে উল্লেখ করেন। তার মন্তব্য, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রতি তিনজনের একজনই হজমের গ-গোলে ভুগছেন। দিনের পর দিন যেমন খুশি ওষুধ খাওয়া এর অন্যতম কারণ। আরেক ভারতীয় চিকিৎসক অরূপ দাস বিশ্বাস বলছেন, এমন ওষুধ খেতে খেতে অনেকেই বুঝতে পারেন না, কোনটা হৃদরোগ, কোনটা হজমের গ-গোল। অ্যাসিডিটির সমস্যা শুরু হয় পেট থেকে। জ্বালাভাব বুক ও গলার দিকে উঠতে থাকে। পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধিই এর মূল কারণ। অ্যাসিড খাদ্যনালি হয়ে উপরে উঠে এলে বুক জ্বালার মতো সমস্যা হয়।

তিনি আরো বলেন, এদিকে, হৃদরোগের সমস্যা শুরু হয় বুক থেকে। ক্রমে সেই ব্যথা বাঁ হাত ও কাঁধের দিকে ছড়িয়ে পড়ে। ক্লান্তি, বাঁ দিক অসাড় লাগা বা কঠিন হয়ে আসা, বুকে-পিঠে ভারি ভাবও হৃদরোগের লক্ষণ হতে পারে। নিজেরা না বুঝলেও চিকিৎসকের কাছে গেলেই সমস্যা ধরা পড়বে দ্রুত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত