ত্বকের যত্নে ফুলের প্যাক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক
মসৃণ এবং উজ্জ্বল ত্বকের জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন। তা না হলে ধীরে ধীরে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা চলে যায়, দেখা দেয় নানা সমস্যাও। ত্বকের যত্নে অনেকেই নামিদামি সব পণ্যের উপর ভরসা রাখেন, আবার কেউ কেউ প্রাকৃতিক উপাদানকেই বেছে নেন। রূপচর্চায় বিভিন্ন ফুলের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। কেনা প্রসাধনীর উপরে ভরসা না থাকলে, বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফুলের ফেসপ্যাক।
গাঁদা ফুল: গাঁদা ফুলে প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্য রয়েছে। যে কারণে ব্রণপ্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী গাঁদা ফুলের ফেসপ্যাক। এক মুঠো গাঁদা ফুল ১০ মিনিট পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে বোতলে ছেঁকে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন এই পানি।
জবা ফুল: অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ জবা ফুল ত্বকে বলিরেখা, ফাইন লাইনস কমাতে সাহায্য করে। কয়েকটি জবা ফুল বেটে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিন ভালভাবে। পুরো মুখে সমানভাবে লাগান এই ফেসপ্যাক। ২০ মিনিট রাখার পর ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা ফিরবে এবং তারুণ্যতা বজায় থাকবে।
গোলাপ ফুল: ত্বকের যত্নে গোলাপজলের গুণাগুণের কথা কে না জানে! রূপচর্চায় গোলাপের ব্যবহারও বহু প্রাচীন। ফুলের মতো ত্বক পেতে গোলাপের পাপড়ি থেকে তৈরি ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এজন্য কয়েকটি গোলাপের পাপড়ি ভালো করে বেটে নিন। এতে এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। ফেসপ্যাক লাগানোর আগে অবশ্যই মুখ ধুয়ে নেবেন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ উপকারী এই প্যাক।
জুঁই ফুল: জুঁই ফুল শুধু সুগন্ধ ছড়ায় না, ত্বকেরও অনেক উপকার করে। এক টেবিল চামচ নারিকেল তেল দিয়ে এক মুঠো জুঁই ফুল বেটে নিন। এতে এক টেবিল চামচ নারিকেল মিশিয়ে মুখে লাগান। কিছুক্ষণ হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর আরো ১০ মিনিট মিশ্রণটি মুখে রেখে দিন। হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকে পুষ্টি জোগাবে এবং কোমল রাখবে।