চুল প্রতিস্থাপনে আধুনিক চিকিৎসা

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অধ্যাপক ডা. এসএম বখতিয়ার কামাল

চুল পড়া বা টাকের সমস্যা সমাধানে সবচেয়ে চমকপ্রদ ও আধুনিক পদ্ধতিটি হলো চুল প্রতিস্থাপন। এখানে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেয়া হয়। আমাদের মাথার চুলগুলো সাধারণত দুভাগে ভাগ। মাথার সামনের অংশকে বলা হয় টেম্পোরারি জোন। এ অংশের চুলগুলো স্থায়ী নয়। অর্থাৎ বয়সের সঙ্গে বা কোনো শারীরিক জটিলতায় এ চুলগুলো ঝরে যায়। মাথার পেছন সাইড ও কানের দুপাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এই অংশের চুল স্থায়ী। এরা জেনেটিক বা হরমোনালের কারণে সময়ের সঙ্গে ঝরে পড়ে না। এ জন্যই হরমোনজনিত কারণে টাকের সমস্যা হলে মাথার সামনের দিকের চুলগুলোই ঝরে পড়তে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রেও চুল কমে যেতে থাকে। সামনের দিক থেকে পারমানেন্ট জোনের যেখান থেকে চুল বা ফলিকল তুলে আনা হয় তখন তাকে বলা হয় ‘ডোনার এরিয়া’। হেয়ার ট্রান্সপ্লান্ট কীভাবে করা হয়? হেয়ার ট্রান্সপ্লান্ট একটি সূক্ষ্ম সার্জারি। এক বা দুজন নয়, সার্জারিটিতে প্রয়োজন হয় প্রশিক্ষিত হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনদের একটি দলের। অপারেশনের আগে সব সময়ই রোগীর ওপর লোকাল অ্যানেসথেসিয়া প্রয়োগ করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অ্যানেসথেসিয়া প্রয়োগ করা হয় মাথার scalp-এ। এর তিনটি পদ্ধতি রয়েছে। এফইউটি পদ্ধতিতে মাথার পেছন থেকে SCALP চওড়ায় প্রায় আধা ইঞ্চি পরিমাণ কেটে চামড়াসহ তুলে আনা হয়।