ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

কানে পোকা ঢুকে গেলে করণীয়

কানে পোকা ঢুকে গেলে করণীয়

কানে পোকা ঢুকে গেলে অস্বস্তি ও ব্যথা হওয়া সাধারণ ব্যাপার। অনেকেই কানের পোকা বের করার জন্য কানে খোঁচাখুঁচি করেন। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আতঙ্কিত না হয়ে কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করলে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। চলুন, জেনে নিই কানে পোকা ঢুকলে কী করবেন এবং কী করবেন না। যা করবেন :

শান্ত থাকুন : প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন। আতঙ্কিত হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। শিশুদের ক্ষেত্রে, তাদের শান্ত রাখা খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা ভয় পেয়ে বেশি নড়াচড়া করলে পোকা কানে কামড়াতে পারে।

আলোর ব্যবহার করুন : টর্চলাইট বা অন্য কোনো আলোর উৎস ব্যবহার করে দেখুন পোকাটি আলোর দিকে আসে কি না। অনেক পোকা আলোর প্রতি সংবেদনশীল, তাই আলোর দিকে তারা বেরিয়ে আসতে পারে।

তেল ব্যবহার করুন : অলিভ অয়েল, নারিকেল তেল বা বেবি ওয়েল কানের ভেতর কয়েক ফোঁটা দিন। তেল পোকাকে মেরে ফেলে বা বেরিয়ে আসতে সাহায্য করে। তবে, কানের কোনো সমস্যা থাকলে তেল ব্যবহারের আগে সতর্ক থাকুন।

মাথা কাত করুন : যে কানে পোকা ঢুকেছে, সেই কানটি নিচের দিকে কাত করুন। এতে তেল ও পোকা বেরিয়ে আসতে পারে। শিশুদের ক্ষেত্রে, মাথা কাত করে আলতোভাবে কান ঝাঁকাতে পারেন চিকিৎসকের পরামর্শ নিন যদি কানে ব্যথা, রক্তপাত বা অন্য কোনো সমস্যা দেখা দেয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

যা করবেন না : কটন বাড বা ধারালো কিছু দিয়ে কানে খোঁচাখুঁচি করবেন না। এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। পোকা বের করার জন্য কানে পানি দেবেন না, এটি বিপদ বাড়াতে পারে। কানে রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত