ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

হতাহতের আশঙ্কা
কাবুলে সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

তালেবান পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেন, গতকাল রোববার সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিস্ফোরণের ধরন ও এর মূল লক্ষ্য কী ছিল, তা এখনো জানা যায়নি। এছাড়া কোনো গোষ্ঠী এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, কঠোরভাবে সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের পাশে সকাল ৮টার আগে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এর পরই নিরাপত্তা বাহিনী ওই এলাকা সিল করে দেয়। বর্তমানে সেখানে যাওয়ার সব রাস্তা বন্ধ রাখা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর রক্তাক্ত বিদ্রোহের মুখোমুখি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত