পাকিস্তান গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে রাস্তার পাশের একটি রেস্তোরাঁর বাইরে ওই দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুর্তজা ভাট্টি বলেছেন, স্থানীয় সময় গত মঙ্গলবার ওই দুই কর্মকর্তা তাদের গাড়ি পার্কিং করার সময় হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর দুই কর্মকর্তাকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানি তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তারের জন্য পরিচিত ছিলেন নিহত দুই কর্মকর্তা। বন্দুক ও বোমা হামলাসহ জটিল মামলাগুলো তদন্ত এবং সমাধানে ওই কর্মকর্তারা নিজেদের দক্ষতার জন্যও পরিচিত ছিলেন। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিহত কর্মকর্তাদের মধ্যে একজন প্রাদেশিক সন্ত্রাস দমন ইউনিটের পরিচালক ছিলেন।