টোকিও ছাড়লে নাগরিকদের টাকা দেবে জাপান সরকার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জাপানের রাজধানী টোকিওতে জনসংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে শহরটিতে অস্বস্তি বেড়েছে। তাই নানা ধরনের সমস্যা দূর করতে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। বলা হয়েছে, টোকিও ছেড়ে অন্যান্য শহরে গেলে পরিবারগুলোকে টাকা দেয়া হবে। জানা গেছে, গ্রামের শহরগুলোকে পুনরুজ্জীবত ও জন্মহার বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। খবর সিএনএনের।

জাপানের কেন্দ্রীয় সরকারের মুখপাত্র জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে টোকিও’র মেট্রোপলিটন এলাকা থেকে কোনো পরিবার কম জনবহুল শহরে চলে গেলে শিশুপ্রতি ১ লাখ জাপানি ইয়েন বা ৭ হাজার ৭০০ ডলার দেয়া হবে। সিঙ্গেল পিতামাতার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

প্রণোদনার আওতায় আসতে শিশুদের ১৮ বছরের কম বয়সি হতে হবে। তবে তার বেশি বয়সি শিশুদের জন্য প্রযোজ্য, যদি তারা এখনো উচ্চ বিদ্যালয়ে পড়ে।