ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মেক্সিকো

মাদক সম্রাটের ছেলে গ্রেপ্তারের জেরে সংঘর্ষ, নিহত তিন

মাদক সম্রাটের ছেলে গ্রেপ্তারের জেরে সংঘর্ষ, নিহত তিন

মেক্সিকোতে মাদক সম্রাট এল চাপো গুজম্যানের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজকে গ্রেপ্তারের জেরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনজন সদস্য নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গুজম্যান লোপেজকে গ্রেপ্তার করার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক পাচার চক্রের তীব্র গোলাগুলি শুরু হয় সিনালোয়াতে। বিক্ষুব্ধ মাদক পাচারকারী চক্রের সদস্যরা রাস্তা অবরোধ করে গাড়িতে আগুন দেয়। স্থানীয় বিমানবন্দরেও হামলা চালিয়েছে তারা। প্রায় একশ’ ফ্লাইট বাতিল করা হয় সংঘর্ষের জেরে। ওই রাজ্যের গভর্নর জানিয়েছেন, আহত আরও ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুজম্যান লোপেজ ‘দ্য মাউস’ নামে পরিচিত। তার বাবা সিনালোয়া কার্টেলের একটি দলকে নেতৃত্ব দেয়। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রেসেনসিও স্যান্ডোভাল বলেছেন, এটি বিশ্বের অন্যতম মাদক পাচারকারী সংগঠন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত