জাপানের সঙ্গে যৌথ বিমান মহড়া দেবে ভারত

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পূর্ব এশিয়ার দেশ জাপানের বিমানবাহিনীর সঙ্গে যৌথ মহড়া দেবে ভারতীয় বিমানবাহিনী। জাপানের হায়াকুরি বিমান ঘাঁটিতে ‘বীর গার্ডিয়ান-২০২৩’ নামে এ মহড়া অনুষ্ঠিত হবে। ভারতীয় বার্তাসংস্থা এএনআই গত শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী সপ্তাহে এ মহড়া শুরু হবে। যেটির লক্ষ্য থাকবে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করা।

এএনআই জানিয়েছে, মহড়ায় থাকবে ভারতের এসইউ-৩০ এমকিআই, দুটি সি-১৭এস এবং একটি আইএল-৭৮ বিমান। অন্যদিকে জাপান চারটি এফ-২ এবং চারটি এফ-১৫ যুদ্ধবিমান নিয়ে মহড়ায় অংশ নেবে।