ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে প্রাণঘাতী অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। গত বৃহস্পতিবার ইসরাইলি বাহিনী তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরের উত্তরে জেনিনের কাছে কাবাতিয়া শহরে একটি অভিযানের সময় ইসরাইলি সৈন্যদের তাজা গুলিবর্ষণে নিহত হয়েছেন দুই ফিলিস্তিনি। তারা হলেন- ২৫ বছর বয়সি হাবিব কামিল এবং ১৮ বছর বয়সি আব্দুল হাদি নাজাল। এছাড়া ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত অপর ব্যক্তিকে ৪১ বছর বয়সি সামির আসলান বলে শনাক্ত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি সামরিক বাহিনী গত বছরের শুরু থেকে এই অঞ্চলে প্রায়ই রাতের বেলা অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা শেষ রাতের দিকে কালান্দিয়া শরণার্থী শিবিরে প্রবেশ করে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। নিহত আসলানের বোন নওরা আসলান বলেছেন, ইসরাইলি নিরাপত্তা বাহিনী তার ভাইয়ের ১৮ বছর বয়সি ছেলে রামজিকে গ্রেপ্তার করতে রাত আড়াইটায় তাদের বাড়িতে ঢুকে পড়ে। রামজিকে সৈন্যরা নিয়ে যাচ্ছিল। তার বাবা তাকে বাঁচাতে ছুটে আসেন, এ সময় একজন ইসরাইলি স্নাইপার তাকে গুলি করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত