ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিঙ্গবৈষম্য দূরীকরণ

স্যার-ম্যাডাম নয় ডাকতে হবে ‘টিচার’

স্যার-ম্যাডাম নয় ডাকতে হবে ‘টিচার’

প্রচলিত ধ্যান-ধারণার বাইরে গিয়ে নতুন দিশা দেখাল ভারতের কেরালা রাজ্য। শিক্ষার আলোয় যারা আলোকিত করছেন, তাদের লিঙ্গভেদের প্রয়োজন নেই। তাদের একটাই পরিচয় হবে, তারা ‘শিক্ষক’। এখন থেকে আর ‘স্যার’ বা ‘ম্যাডাম’ নয়, ডাকতে হবে ‘টিচার’। লিঙ্গবৈষম্য ঘোচাতে এবার এমনই পদক্ষেপ করতে চলেছে কেরালা।

স্কুল থেকেই শিশুদের মধ্যে লিঙ্গসমতা গড়ে তুলতে এমনই নির্দেশনা জারি করেছে কেরালার শিশু সুরক্ষা অধিকার কমিশন। এরই মধ্যে কমিশন এই মর্মে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরকে।

বহুদিন ধরেই লিঙ্গবৈষম্য ঘোচানোর চেষ্টা হচ্ছে। এ সমস্যা দূর করতে ছোট থেকেই শিশুদের মধ্যে লিঙ্গসমতা গড়ে তুলতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য হিসেবে পরিচিত কেরালা। তারাই প্রথম এ পদক্ষেপ নিয়ে দেখিয়ে দিল লিঙ্গ বৈষম্য ঠেকাতে এই সিদ্ধান্ত কতটা প্রয়োজনীয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত