ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিথুয়ানিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

লিথুয়ানিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ

লিথুয়ানিয়া ও লাটভিয়া সীমান্ত লাগোয়া একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাটভিয়া সীমান্তবর্তী পাসভ্যালিস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর আশপাশের এলাকা আলোকিত হয়ে যায়। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্টিস প্যাবিক্স টুইটারে লেখেন, ঘটনার কারণ তদন্ত করা হবে। তিনি বলেন, নাশকতার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু পাইপলাইনের অপারেটর জানান, এই বিস্ফোরণ নাশকতা বলে মনে হচ্ছে না।

লিথুয়ানিয়ার গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অ্যাম্বার গ্রিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নেমুনাস বিকনিয়ুস বলেছেন, প্রাথমিকভাবে আমরা সন্দেহজনক কোনো কারণ খুঁজে পাইনি, কিন্তু তদন্তে সব বিষয় খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত