ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চীনের কাছে আরও তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের কাছে আরও তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি এবং মৃত্যুর পরিসংখ্যান নিয়ে তথ্য প্রকাশ করেছে চীন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। লক্ষণীয় মাত্রায় সংক্রমণ বাড়ায় চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা শিওয়াই এর সঙ্গে আলোচনা হয়েছে গেব্রিয়াসিসের। আলোচনার বিষয়টি শনিবার নিশ্চিত করেছে ডব্লিউএইচও।

গত বছর ডিসেম্বরে চীনের জিরো-কোভিড নীতি শিথিল করার পর এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৬০ হাজার মানুষ করোনায় প্রাণ হারিয়েছে। হঠাৎ করোনায় মৃত্যুর হার এভাবে বেড়ে যাওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। পাঁচ সপ্তাহে চীনে এত মানুষ করোনায় মৃত্যুর বিষয়টি চীনের বিরল স্বীকারোক্তি। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বর থেকে ২০২৩ এর ১২ জানুয়ারি পর্যন্ত তথ্য বিশ্লেষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাসপাতালে রোগীর ভর্তি, জরুরি সেবাসহ বেশ কিছু পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওকে তথ্য প্রদান করেছেন চীনা কর্তৃপক্ষ। যদিও কোভিড পরিস্থিতি নিয়ে বেইজিংয়ের কাছে আরও তথ্য উপাত্ত চেয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত