কঙ্গোতে গির্জায় বোমা হামলায় নিহত ১০

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে গির্জায় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। গত রোববার আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় কাসিন্দিতে একটি গির্জায় বোমা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

এদিকে, বোমা হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত বিদ্রোহীদের দায়ী করেছে কঙ্গো সরকার। গতকাল সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, অনেক মানুষ রোববারের উপসনায় অংশ নিতে ওই গির্জায় উপস্থিত ছিলেন এবং ওই সময় হওয়া ওই বোমা হামলায় ১০ জন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া ওই ঘটনায় কমপক্ষে আরও ৩৯ জন আহত হয়েছেন।

বিবিসি জানায়, গির্জায় বোমা হামলার পেছনে অ্যালায়িড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ) নামে একটি বিদ্রোহী গোষ্ঠী জড়িত বলে জানিয়েছে কঙ্গোর সামরিক বাহিনী।