মমতার সঙ্গে বৈঠক করলেন সৌরভ গাঙ্গুলি

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। এর আগে সোমবার বিকালে সৌরভ গাঙ্গুলী নবান্নে পৌঁছান। বৈঠকে প্রায় ২০ মিনিট কথা বলেন তারা। তবে, কি বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে তা জানা যায়নি। জানা গেছে, মমতা ও সৌরভের সাক্ষাৎ নেহাতই সৌজন্যমূলক। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এর আগে, ২০২২ সালের এপ্রিল মাসে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌরভ গাঙ্গুলী সাক্ষাৎ করেন। তবে, অনেকেই বলছেন সৌরভ গাঙ্গুলিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সংসদ সদস্য করার কথাই আলোচনা হয়েছে। কিন্তু নবান্নের একাধিক সূত্র বলেছে, মমতা ও সৌরভের বৈঠকের নেপথ্যে কোনো রাজনীতি নেই। সিএবির স্টেডিয়াম ও জমি-সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সৌরভ গাঙ্গুলির সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকারের কাছ থেকে নতুন স্টেডিয়াম করার জন্য কলকাতার পার্শ্ববর্তী শহর রাজারহাটে জমি কিনছে সিএবি। সেই জায়গার জমি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। সেই জমির নথি হস্তান্তর হওয়ার পর নির্মাণ শুরু করবে সিএবি। সৌরভ গাঙ্গুলি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণেই এখানে আসা। প্রত্যেক বছরের শুরুতেই আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি। এমনি এসে দেখা করলাম দিদির সঙ্গে। শেষবার দেখা হয়েছিল আমাদের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।