ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সরকারি চাকরির ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন মোদি

সরকারি চাকরির ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন মোদি

ভারতে সরকারি চাকরির জন্য নির্বাচিতদের মধ্যে ৭১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার ভার্চুয়ালি এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব নিয়োগপত্র বিতরণের কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে এএনআই।

নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে সরকারি চাকরিতে নির্বাচিতদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এই ভার্চুয়াল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট, টেকনিশিয়ানস, ইন্সপেক্টরস, সাব-ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাকাউন্টেন্টস, গ্রামীণ ডাক সেবক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, শিক্ষক, নার্স, চিকিৎসক ও সামাজিক নিরাপত্তা অফিসারের মতো আরও পদে নির্বাচিতদের নিয়োগ দেয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত