ফ্লাইটে বোমা আতঙ্ক

মস্কোর ২৪৭ আরোহী নিয়ে বিমান উজবেকিস্তানে

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

২৪৭ আরোহী নিয়ে গতকাল শনিবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে ছেড়ে আসা গোয়াগামী একটি প্লেনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, বোমা আতঙ্কের ঘটনায় উড়োজাহাজটিকে জরুরিভিত্তিতে উজবেকিস্তানের দিকে ঘুরিয়ে দেয়া হয়।

ভারতের পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছে, আজুর এয়ারের (এজেভি২৪৬৩) ফ্লাইটটি দক্ষিণ গোয়ার ডাবোলিম বিমানবন্দরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে অবতরণের কথা ছিল। বোমা হামলার আতঙ্কের ঘটনায় ভারতের আকাশসীমায় প্রবেশের আগেই নিরাপত্তার স্বার্থে উড়াজাহাজটি ঘুরিয়ে দেয়া হয়। ভারতের আকাশ সীমায় ঢোকার আগেই বিমানে বোমা আছে বলে ফোনে হুমকি আসে। সঙ্গে সঙ্গে গোয়া বিমানবন্দরের কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়। যোগাযোগ করা হয় উজবেকিস্তান সরকারের সঙ্গেও। যাত্রীবাহী বিমানটিতে ২৪০ জন যাত্রী এবং ৭ জন ক্রু অবস্থান করছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।