ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দরপতনে রেকর্ড ইরানি মুদ্রার

দরপতনে রেকর্ড ইরানি মুদ্রার

নানা কারণে বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীল ইরানি মুদ্রা রিয়াল। এরইমধ্যে গত শনিবার ডলারের বিপরীতে রিয়ালের মান কমেছে রেকর্ড পরিমাণে। বৈদেশিক বিনিময় সাইট বনবাস্ট ডটকম জানিয়েছে, শনিবার অনানুষ্ঠানিক বাজারে এক ডলারের বিনিময় মূল্য ছিল চার লাখ ৪৭ হাজার রিয়াল। আগের দিন শুক্রবার এটি ছিল চার লাখ ৩০ হাজার ৫০০ রিয়াল।

এমন পরিস্থিতির জন্য অবশ্য ‘শত্রুদের’ দুষছে ইরান। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. রেজা ফারজিন দাবি করেন, তেহরানকে অস্থিতিশীল করতে শত্রুদের কর্মকাণ্ডের ফলে এমন দরপতনের ঘটনা ঘটেছে।

মুদ্রাস্ফীতি ৫০ শতাংশ বেড়ে যাওয়ায় দেশটির নাগরিকরা সঞ্চিত মুদ্রা দিয়ে ডলার অথবা স্বর্ণের মতো মূল্যবান ধাতব বস্তু কিনে রাখছেন। ইরানের বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রিয়ালের দরপতনের অন্যতম কারণ হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত