ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

তুরস্কে আগামী পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ ঘোষণা দিয়ে জানিয়েছেন, আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১০ মার্চ। এরপর সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করবে।

এরদোয়ান বলেন, আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, পূর্বনির্ধারিত পথে হাঁটছি আমরা। আমাদের যে তরুণরা এবার ভোটাধিকার পেয়েছে ভোটের মাধ্যমে তারা তাদের রায় জানাতে পারবেন। প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে ২৮ মে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০০৩ সাল থেকে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে প্রেসিডেন্ট হন তিনি। তবে এবার ফের তার ক্ষমতায় ফেরা নিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত